রেসার কবুতর চেনার উপায় ১২ টি

রেসার কবুতর বলতে বোঝাই কবুতরগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রেসার কবুতরকে ইংরেজিতে বলা হয় racing pigeon । রেসার কবুতর দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ব্যবহার করা হয়। এই আর্টিকেলে রেসার কবুতর চেনার উপায় রেসার কবুতর এর খাবার তালিকা এবং রেসার কবুতরের দাম সম্পর্কে আলোচনা করব।

রেসার কবুতর চেনার উপায়

আপনি যদি রেসার কবুতর লালন পালন করেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই উপকারী আসুন আমরা দেখে নেই রেসার কবুতর চেনার উপায় এবং রেসার কবুতর এর দাম কত।

রেসার কবুতর কাকে বলে

রেসার কবুতর বলতে বোঝায় যে কবুতরগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এস আর কবুতরের পরিচয় ও ইতিহাস বহু বছর পুরনো দেশের কবুতরকে ইংরেজিতে বলা হয় racing pigeon।

আরো পড়ুন: গিরিবাজ কবুতর চেনার উপায় এবং দাম ২০২৫

রেসার কবুতর বার্তা পাঠানোর কাজে ব্যবহার করা হয় আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তেও রেসার কবুতর ব্যবহার করা হয় রেসার কবুতর ব্যবহার করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যাদের প্রতিযোগিতা পছন্দ তাদের সেভাবে ট্রেনিং প্রদান করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিজয়ীরা জিতে নিতে করে প্রচুর পুরস্কার।

রেসার কবুতর চেনার উপায়

রেসার কবুতর চেনার বেশ কয়েকটি উপায় রয়েছে এদের বলিষ্ঠ গরম এদের আচরণ এদের চোখ এদের ডানা দেখে ড্রেসের কবুতর চেনা যায়। সাধারণ কবুতরের তুলনাই রেসার কবুতরের দেখতে অনেকটা আলাদা এদের বুক চওড়া হয় এবং এদের মাঝারি থেকে বড় আকারের মজবুত শরীর থাকে।

আপনি যদি রেসার কবুতর চেনার উপায় সম্পর্কে জানতে চান তাহলে নিচে দেখুন রেসার কবুতর চেনার উপায়গুলো ব্যাখ্যা করা রয়েছে। এই উপায় গুলো দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা রেসার কবুতর আর কোনটা সাধারণ কবুতর।

রেসার কবুতর চেনার উপায়

  • রেসার কবুতরের শরীর মাঝারি থেকে বড় আকারের হয় এবং এদের শরীর অনেকটা মজবুত প্রকৃতির হয়।
  • রেসার কবুতরের ডানা লম্বা হয় এবং এদের ধারালো ঠোট হয়।
  • রেসের কবুতরের ডানা অনেকটা লম্বা হয় কারণ এরা ড্রেসে অংশগ্রহণ করে এজন্য এরা প্রচুর উড়তে পারে।
  • রেসার কবুতরের ডানা অনেক শক্ত হয় এবং অনেক মজবুত হয়।
  • রেসার কবুতর এর বুক অনেক চওড়া হয়।
  • রেসার কবুতরের ঠোঁট বাজারে আকারের হলেও এ ঠোঁট অনেক বেশি শক্ত ও সামান্য বাঁক প্রকৃতির হয়।
  • রেসার কবুতরের ঠোঁট সামনের দিকে ভেতরের দিকে ঢুকানো অথবা বাঁকানো হয়।
  • রেসার কবুতরের পা ছোট হয় কিন্তু এদের পা অনেকটা শক্তপোক্ত হয় এবং লাল রংয়ের হয়।
  • রেসার কবুতরের চোখ অনেক সুন্দর উজ্জ্বল হয়।
  • এদের চোখের রং কমলা থেকে লালচে প্রকৃতির হয়ে থাকে।
  • রেসার কবুতরের পালক অনেক বেশি মসৃণ হয় আর চকচকে হয় এদের পালক নীল রং বাদামী রং লাল এবং ধূসর রঙের হয়ে থাকে।
  • রেসার কবুতরগুলো অনেক বেশি বুদ্ধিমান হয়ে থাকে, এরা দিক নির্ধারণ করে চলাফেরা করে।
  • এক একটি রেসার কবুতর প্রায় একটানা ৮০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এরা প্রতি ঘন্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার গতিতে উড়তে পারে আর এরা প্রচুর সময় পর্যন্ত উড়তে পারে এদের ঘন্টায় ১৩০ থেকে ৪০ কিলোমিটার গতিও ধরে রাখা সম্ভব।
  • রেসার কবুতরগুলো প্রতিযোগিতায় নির্দিষ্ট দূরত্ব থেকে ছেড়ে দেওয়া হয় এবং এরাও সেই নির্দিষ্ট গন্তব্যতে পৌঁছে যায়।
  • লেজার কবুতরগুলো খুব দ্রুত পোষ মানে।
  • রেসার কবুতরগুলো কি প্রশিক্ষণ দেওয়া হলে তারা খুব দ্রুত সে প্রশিক্ষণগুলো মানতে শুরু করে।

রেসার কবুতরগুলোর ওপরের এই বৈশিষ্ট্য গুলো দেখে আপনি বুঝতে পারবেন কোনটি রেসার কবুতর আর কোনটি সাধারণ কবুতর সাধারণ কবুতর কখনও এত বেশি দ্রুত এবং এত দূরত্বে দৌড়াতে পারে না।

আরো পড়ুন: গর্ভাবস্থায় কবুতরের মাংস খাওয়ার ৮টি উপকারিতা

রেসার কবুতরগুলোর একটানা ৬০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে আর এরা প্রতি ঘন্টা তে প্রায় 80 থেকে 120 কিলোমিটার গতিতে উড়তে পারে।

প্রতিটি রেসার কবুতর একই ধরনের নয় অনেক কবুতর ধীরগতিতে চলাফেরা করে আবার অনেক কবুতর অনেক দ্রুত গতিতে চলাফেরা করে। তবে বেশিরভাগ রেসার কবুতর আশি থেকে ১২০ কিলোমিটার গতিতে উড়তে পারে।

রেসার কবুতর এর খাবার তালিকা

রেসার কবুতর সাধারণ কবুতরের মতই খাবার খায় তবে রেসার কবুতরকে একটু বেশি পরিমাণে খাবার দিতে হয় আর এদের খাবার তালিকায় বেশিরভাগ দানাদার জাতীয় খাদ্যগুলো রাখতে হয় কারণ রেসার কবুতরগুলো শরীরের শক্তির প্রয়োজন বেশি রয়েছে।

সাধারণ কবুতর এর তুলনায় এরা অনেক বেশি দূরত্বের উড়তে পারে এবং এরা একটানা ১০০০ কিঃমি পর্যন্ত উঠতে পারে। রেসার কবুতরের খাবার তালিকা সম্পর্কে নিচে ধারণা দেওয়া হল দেখে নিন।

রেসার কবুতর এর খাবার তালিকা

  • গম
  • ভুট্টা
  • ছোলা
  • মসুর ডাল
  • মাছের কুটি
  • ভুট্টার খোসা

ওপরের এই খাবারগুলো কবুতরের জন্য খুবই উপকারী বিশেষ করে ছোলা মসুর ডাল থেকে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় যার শরীরে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে।

রেসার কবুতরের শরীর অন্যান্য কবুতরের তুলনায় বেশ শক্তপোক্ত এবং এদের শরীর অনেকটা খেলোয়াড় প্রকৃতির। এদের বুকের অংশ খুব চওড়া যার কারণে এরা খুব দ্রুত উড়তে পারে।

এই জন্য রেসার কবুতরকে বেশি বেশি পুষ্টিকর খাদ্যগুলো দিতে হবে যেন তার শরীরের পুষ্টিতে ভরপুর থাকে এবং সে বেশি এনার্জি পায় ওড়ার জন্য। সাধারণ কবুতরের তুলনায় ডেসার কবুতর গুলো অনেক উঁচুতে উড়ে।

রেসার কবুতরের দাম ২০২৫

বর্তমান সময়ে রেসার কবুতরের দাম কত?? অনেকে জিজ্ঞাসা করেন যে রেসার কবুতরের দাম কেমন যারা রেসার কবুতর ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এই কবুতরের দাম সম্পর্কে জেনে নিতে হবে।

সাধারণ কবুতরের তুলনাই রেসার কবুতরের দাম একটু বেশি কারণ এই কবুতর গুলো খুব কম পাওয়া যায় আর কমবেশি প্রতিটি কবুতর পালনকারী এই কবুতর গুলো পালার শখ রাখে।

রেসার কবুতরের দাম ২০২৫

অন্যান্য কবুতর এর থেকে রেসার কবুতরের চাহিদা এবং দাম অনেকটা বেশি। স্থানীয় রেসার কবুতরের মূল্য সাধারনত প্রতি পিচের দাম ৬০০ থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত।

কবুতরের দাম নির্ভর করে তার উচ্চতা তার আকৃতি এবং তার বৈশিষ্ট্যের উপর যদি কবুতর খুব বেশি উঁচুতে উড়তে পারে এবং খুব বেশি সময় পর্যন্ত উড়তে পারে তাহলে সেই কবুতরের দাম বেশি হবে।

সাধারণ মানুষ রেসার কবুতর ক্রয় করে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আর বেশিরভাগ মানুষ বেশি দাম দিয়ে ভালো কবুতরগুলো ক্রয় করে নেয় যেগুলো দীর্ঘ সময় পর্যন্ত আকাশে উড়ে বেড়াতে পারে।

এটি রেসার কবুতরের দাম ৬০০ থেকে শুরু হয়। অর্থাৎ ৬০০ টাকা প্রতি পিস রেসার কবুতরের দাম। যদি আরো ভালো রেসার কবুতর ক্রয় করতে চান তাহলে দাম হাজার থেকে ১৫০০ টাকা।

রেসার কবুতরের বৈশিষ্ট্য

রেসার কবুতর বলতে বলতে চাই যে কবুতরগুলো খুব বেশি শক্তিশালী প্রকৃতির হয়ে থাকে এবং এই কবুতর গুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিজের লফটে ফিরে আসার ক্ষমতা তাদেরকে যদি একটি জায়গা থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা সেই নিজ গন্তব্যে পৌঁছানোর পর আবারও পূর্বের স্থানে ফিরে আসতে পারে।

আদেশ স্মৃতিশক্তি এবং তাদের বুদ্ধি সাধারণ কবুতরের তুলনায় অনেক বেশি। তাই রেসার কবুতরের চাহিদা এবং দাম খুব বেশি। রেসার কবুতরকে হোমিং পিজন বলা হয়। আবার রেসার কবুতরকে রেসিং পিজনও বলা হয় কারন এদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায়।

রেসার কবুতর ক্রয় করার মূল লক্ষ্য হলো রেসিং করানো রেসার কবুতর এর গুনমান সাধারণ কবুতরের দুজনায় অনেক বেশি তাই বাজারে এই কবুতরের চাহিদা এবং দাম খুব বেশি।

যারা কবিতা লালন পালন করেন তারা নিশ্চয়ই রেসার কবুতর খুব পছন্দ করেন। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন রেসার কবুতর কাকে বলে।

উপসংহার: রেসার কবুতর চেনার উপায় ১২ টি

আজকের এই আর্টিকেলে আলোচনা করা হলো রেসার কবুতর চেনার উপায় রেসার কবুতরের দাম কত এবং রেসার কবুতর কাকে বলে সেই সকল বিষয়ে সম্পর্কে।

যারা রেসার কবুতর চিনেন না তারা এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে এখন থেকে আর কবুতরের মধ্যে বিশেষ কয়েকটি পার্থক্য রয়েছে।

সাধারণ কবুতরগুলো পাতলা ছোটখাটো প্রকৃতির হয় আর রিসার কবুতরগুলো মাধুরী থেকে বড় আকৃতির হয়।। রেসার কবুতর গুলোর দানা অনেক বেশি বড় হয় ফলে এরা খুব সহজে উড়তে পারে আর এরা দীর্ঘ সময় পর্যন্ত আকাশে উড়তে পারে।

আজকের এই আর্টিকেলে রেসার কবুতর এর দাম কত রেসার কবুতর চেনার উপায় কি এবং রেসার কবুতর এর বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই আর্টিকেলটি যদি আপনার নিকট ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ।